হজযাত্রীদের ভিসা জটিলতা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ
হজ ফ্লাইট ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা জটিলতা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার হজ ফ্লাইট বাতিলের পর অব্যবস্থাপনার তদন্তে কমিশন গঠন চেয়ে হাইকোর্টে রিটে দায়েরের পর দুপুরে শুনানি শেষে এ আদেশ দিয়েছে।
সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এ রিট আবেদন করেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হয়।
হজ ফ্লাইটের নির্ধারিত সময় কমে আসলেও এখনো অর্ধেকের বেশি হজ যাত্রী সৌদিআরব পৌঁছাতে পারেননি।
হজযাত্রীদের চলমান অব্যবস্থাপনায় জড়িতদের বিষয়ে তদন্তসহ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইটের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
রিট আবেদনে ধর্ম, বিমান ও পর্যটন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং হজ ক্যাম্পের একজনসহ মোট পাঁচ জনকে বিবাদী করা হয়েছে। এ ছাড়া রিট আবেদনে হজের এ চলমান সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদিআরবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা চাওয়া হয়েছে।
জানা গেছে, আটকেপড়া হজ যাত্রীদের বহনে ঢাকা-জেদ্দা রুটে ২৬ আগস্ট পর্যন্ত বিমান চলবে। বিমানের সব ফ্লাইট বাতিল ও আরো কয়েকটি ফ্লাইটের রুট সীমিত করা হয়েছে।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫৯ হাজার ১২২ জন হজ যাত্রী সৌদি আরব গেছেন। শনিবার পর্যন্ত মোট এক লাখ তিন হাজার ৭৫০ জন বাংলাদেশি হজযাত্রীকে ভিসা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ২০ হাজার ৮৪১টি আবেদন এখনও প্রক্রিয়াধীন।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রীর হজ করতে যাওয়ার কথা রয়েছে।
ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটের কারণে এখনো ৬৮ হাজার ৭৬ জন হজ যাত্রীর যাওয়া বাকি আছে।
রোববার সকাল ৮টা পর্যন্ত বিমান বাংলাদেশ ২৭ হাজার ৮৪৪ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩১ হাজার ২৭৮ জন যাত্রী পরিবহন করেছে।
আগামী ২৪ ঘণ্টায় বিমান ৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র শাকিল মেরাজ।
এর মধ্যে ২টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে—এখন পর্যন্ত বিমানের নির্ধারিত ২১টি হজ ফ্লাইট বাতিল হয়েছে বলেও জানান তিনি। হজ ফ্লাইট চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।
এদিকে, সঙ্কট কাটিয়ে উঠতে এবার অন্য এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটে হজ যাত্রীদের পরিবহনের দাবি জানিয়েছে হাব।
সেইসঙ্গে সৌদি সরকারের কাছ থেকে আরো ২৫টি স্লট নেয়ারও দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর এ সংগঠনটি।